বিশ্বকাপে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াতে চান সাকিব
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০৭ এএম

ছবিঃ সংগৃহীত
বিশ্বকাপ খেলতে একদিন পড়েই উড়াল দিতে হবে ভারতের উদ্দেশ্যে। অথচ এর আগে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে চারদিকে।
শুরুতে সেটি ছিল তামিম ইকবালের খেলা বা না খেলা নিয়ে। এই উদ্বোধনী ব্যাটার পাঁচ ম্যাচ খেলতে চান, এমন খবর ছড়ালেও বিষয়টি ছিল ভিন্ন। দীর্ঘদিন পর নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট করে পিঠে অস্বস্তি বোধ করার কথা জানান তিনি।
বোর্ডের বিভিন্ন সূত্র থেকে আগেই জানা গিয়েছিল বিশ্বকাপ ইস্যুতে সাকিব-তামিমের মতের অমিল হওয়ার বিষয়টি। অভিমান করে দুজনেই বিশ্বকাপ দল থেকে সরে যাওয়ার কথাও নাকি জানিয়েছিলেন। সমস্যার সুরাহা না হওয়ায় গতকাল মধ্যরাতে বোর্ড প্রেসিডেন্টের বাড়িতে আলোচনায় বসেছিলেন দলের হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে ও অধিনায়ক সাকিব আল হাসান।
আনফিট ক্রিকেটার নিয়ে বিশ্বকাপ মিশনে যেতে চান না বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। এই এক ইস্যুতেই সাকিব নিজের সিদ্ধান্ত জানিয়েছেন বোর্ড সভাপতিকে। জানা যায়, তামিম ইকবাল বিশ্বকাপ স্কোয়াডে থাকলে সাকিব আল হাসান অধিনায়কের দায়িত্ব ছাড়তে চান।
সাকিবের নতুন সিদ্ধান্ত প্রসঙ্গে বিসিবি কর্তা জানিয়েছে, ‘বিশ্বকাপে সাকিব অধিনায়ক থাকতে চায় না। কারণ হাফ ফিট কোনো খেলোয়াড় নিয়ে সে বিশ্বকাপে যেতে চায় না।’ বিশ্বকাপের উন্মাদনার বদলে দেশের ক্রিকেটাঙ্গনে এখন ঘোর অনিশ্চয়তা। তামিম-সাকিব ইস্যু আবারও সংবাদের বড় হেডলাইন।
শেষ অবধি সাকিব অধিনায়কত্ব না করলে কে দেবেন নেতৃত্ব? এ আলোচনায় সবার আগে আসার কথা লিটন দাসের। তিনি দলের সহ-অধিনায়কও। তবে অফ ফর্মে থাকা এই ব্যাটার এখন নেতৃত্ব নিতে চাচ্ছেন না। সেক্ষেত্রে এগিয়ে আছেন তৃতীয় ওয়ানডেতে নেতৃত্ব দেওয়া নাজমুল হোসেন শান্ত।
এই নাটকের শেষ কোথায়? আজ বিকেলের মধ্যেই বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার কথা নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর। তাই অপেক্ষা কেবল কয়েক ঘন্টার। তখনই জানা যাবে দ্বন্দ্ব কিংবা চাওয়া-পাওয়া শেষে কারা যাচ্ছেন বিশ্বকাপ অভিযানে।