দিনাজপুরে পানিবন্দি হাজারও পরিবার
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০৩ এএম

ছবিঃ সংগৃহীত
গত কয়েকদিনের ভারী বৃষ্টি আর উজানের ঢল দিনাজপুরের মানুষের জীবনযাত্রাকে বিপর্যস্ত করে তুলেছে।
দিনাজপুর জেলার পুনর্ভবা নদীর পানি বিপদসীমার ৯ সেন্টিমিটার ওপর দিতে প্রবাহিত হচ্ছে। ফলে এখনও পানিবন্দি হাজারও পরিবার। অনেকেই বাড়িঘর ছেড়ে আশ্রয় নিয়েছেন উঁচু স্থানে বা বাঁধের ওপর।
পানিবন্দি ও গৃহহীন মানুষের মধ্যে দেখা দিয়েছে খাদ্য সংকট। ইতোমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৯০০টি পরিবারকে প্রধানমন্ত্রীর ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। তাদের জন্য বরাদ্দ করা হয়েছে ৫৩ মেট্রিক টন চাল। খিচুড়ি রান্না করে দুর্গত পরিবারের মধ্যে বিতরণ করা হচ্ছে।
দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়া সহকারী কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ বলেন, এটি একটি লঘুচাপ। আগামী ২৭ সেপ্টেম্বর (বুধবার) পর্যন্ত এরকম বৃষ্টিপাত চলমান থাকবে। তবে এখনও পর্যন্ত বন্যার পূর্বাভাস দেওয়া হয়নি।
টানা বর্ষণে বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষেরা। খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে পারছেন না কেউই। রাস্তাঘাটে যান চলাচল একেবারেই কমে গেছে। দুর্ভোগের পাশাপাশি আশঙ্কায় রয়েছেন নদী তীরবর্তী এলাকার মানুষেরা।
পানিবন্দি অবস্থায় রয়েছেন সদরের খামার ঝাড়বাড়ী, হীরাহার, বালুয়াডাঙ্গা, মাঝাডাঙ্গাসহ কয়েকটি এলাকার প্রায় এক হাজারেরও বেশি মানুষ। পানিতে বাড়িঘর ডুবে যাওয়ায় দিনাজপুর পুনর্ভবা নদীর তীরের বাঁধে তাঁবু টানিয়ে অবস্থান নিয়েছে প্রায় ৭টি পরিবার। এছাড়াও বিভিন্ন উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন অনেকেই।
দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ বলেন, দিনাজপুরে পানিবন্দি মানুষের মধ্যে ইতোমধ্যে ৯ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়াও ৫৩ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে।