কক্সবাজারে আওয়ামী লীগ নেতা হত্যায় আটক ১

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২২ অগাস্ট ২০২৩, ১০:৩১ এএম


কক্সবাজারে আওয়ামী লীগ নেতা হত্যায় আটক ১

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারে হোটেল কক্ষে আওয়ামী লীগ নেতা সাইফউদ্দিন খুন হওয়ার ঘটনায় প্রধান অভিযুক্ত আশরাফুল ইসলামকে (২০) আটক করেছে পুলিশ।

সোমবার (২১ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে টেকনাফ হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির চেকপোস্টের সামনে পালকি পরিবহন নামে একটি বাস থেকে তাকে আটক করা হয়।

আশরাফুল ইসলাম (১৮) কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পাহাড়তলী ইসলামপুর এলাকার মোহাম্মদ হাশেম মাঝির ছেলে। ওই এলাকার ওয়ামি একাডেমি নামে একটি মাদরাসার ছাত্র।

পুলিশ সুপার জানান, ঘটনার পর পুলিশ হোটেল থেকে কিছু সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছে। ওই ফুটেজের সূত্র ধরে পুলিশ সন্দেহজনক অনেককে হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করে।

সোমবার সকালে কক্সবাজার শহরের হলিডের মোড় সংলগ্ন আবাসিক হোটেল সানমুনের দ্বিতীয় তলার ২০৮ নম্বর কক্ষ থেকে হাত বাঁধা অবস্থায় আওয়ামী লীগ নেতা সাইফুদ্দিনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

সাইফুদ্দিনের লাশ উদ্ধারের পর হোটেলের সিসিটিভি ভিডিও দেখে হত্যায় জড়িতদের শনাক্তে মাঠে নামে পুলিশ।

Link copied