প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে হাতিয়ায় বিক্ষোভ
প্রকাশিত: ২২ মে ২০২৩, ০২:৩৫ পিএম

ছবিঃ একাত্তর পোস্ট
রাজশাহী বিএনপির সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নোয়াখালীর হাতিয়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। মিছিলটি উপজেলা শহরের মোড় প্রদক্ষিণ করে এমপি মোহাম্মদ আলীর বাসা হয়ে থানা পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়।
সোমবার (২২ মে) বিকেলে থানা পরিষদের সামনে থেকে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুব মুর্শেদ লিটন এর নেতৃত্বে মিছিলটি শুরু হয়। এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহেদ উদ্দিন, দপ্তর সম্পাদক বখতিয়ার খিলজি মুজিব সহ উপস্থিত ছিলেন, হাতিয়া উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক শাহ্ আজিজুর রহমান মিরাজ, যুগ্ম আহ্বায়ক দ্বয় নুরুল আফসার রাহাদ ও জাহেদ হোসেন, ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক সাজেদ উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মহিউদ্দিন, শ্রমিক লীগের সভাপতি আল আমিন।
শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সারা দেশে আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয়া হাতিয়ার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত ৫ সহস্রাধিক নেতাকর্মীরা বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে বিভিন্ন শ্লোগান দেন।
উল্লেখ্য, গত শুক্রবার সরকারের পদত্যাগ ও ১০ দফা দাবিতে রাজশাহীতে বিএনপির সমাবেশ হয়। ওই সমাবেশ থেকেই প্রধানমন্ত্রীকে ‘কবরস্থানে’ পাঠানোর হুমকি দেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ।