গোবিন্দগঞ্জে আসামি ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, আটক ৫

আব্দুল হান্নান আকন্দ, গাইবান্ধা

প্রকাশিত: ১৫ মে ২০২৩, ১১:৫২ এএম


গোবিন্দগঞ্জে আসামি ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, আটক ৫

ছবিঃ একাত্তর পোস্ট

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গ্রেপ্তারি পরোয়ানার আসামি শামিম ইসলামকে হ্যান্ডকাপ পরিয়ে থানায় নিয়ে আসার সময় তাকে ছিনিয়ে নিতে চেষ্টা করে তার সহযোগিরা।

এ সময় পুলিশের দুই কর্মকর্তার ওপর হামলা চালালে তারা আহত হন। আহত দুইজন হচ্ছেন, গোবিন্দগঞ্জ থানা পুলিশের এএসআই মাহাবুর ও রুবেল।

গোবিন্দগঞ্জ থানা পুলিশের এসআই অনিমেষ চন্দ্র বাদি হয়ে এ ঘটনায় সোমবার থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় অভিযুক্ত ৫ জনকে আটক করে গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করে পুলিশ।

আদালতের বিচারক তাদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তারা হলেন-উপজেলার দরবস্ত ইউনিয়নের দূর্গাপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে এটিএম ছামসুজ্জামান (৪৭), আলতাব হোসেনের ছেলে মোস্তফা আহম্মেদ দীপু (৪০),শাহারুল ইসলামের ছেলে মুহিত (২০) ও নূরুন্নবীর ছেলে শফিকুল ইসলাম (৩৫) ও আয়তাল হোসেনের ছেলে নজরুল ইসলাম (৪৮)।

পুলিশ জানায়, উপজেলার দরবস্ত ইউনিয়নের দূর্গাপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে শামিম ইসলামের বিরুদ্ধে এনআই এ্যাক্টের মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা আছে। গত রবিবার রাত সাড়ে ৯ টার দিকে শামিমের অবস্থান জেনে নিজবাড়ীতে তাকে গ্রেপ্তার করতে যান এসআই অনিমেষ চন্দ্র ও এএসআই মাহাবুর এবং রুবেল।

পুলিশের দল শামিমকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসার সময় পথিমধ্যে কালিতলা এলাকায় পৌঁছিলে তার সহযোগিরা পথরোধ করে। এ সময় তারা হামলা চালিয়ে ওই দুই পুলিশকে মারপিট করে আসামি ছিনিয়ে নিতে চেষ্টা করে।  

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান,  রাত সাড়ে ১০ টার দিকে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করা হয়।

Link copied