গোবিন্দগঞ্জে আসামি ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, আটক ৫
প্রকাশিত: ১৫ মে ২০২৩, ১১:৫২ এএম

ছবিঃ একাত্তর পোস্ট
গাইবান্ধার গোবিন্দগঞ্জে গ্রেপ্তারি পরোয়ানার আসামি শামিম ইসলামকে হ্যান্ডকাপ পরিয়ে থানায় নিয়ে আসার সময় তাকে ছিনিয়ে নিতে চেষ্টা করে তার সহযোগিরা।
এ সময় পুলিশের দুই কর্মকর্তার ওপর হামলা চালালে তারা আহত হন। আহত দুইজন হচ্ছেন, গোবিন্দগঞ্জ থানা পুলিশের এএসআই মাহাবুর ও রুবেল।
গোবিন্দগঞ্জ থানা পুলিশের এসআই অনিমেষ চন্দ্র বাদি হয়ে এ ঘটনায় সোমবার থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় অভিযুক্ত ৫ জনকে আটক করে গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করে পুলিশ।
আদালতের বিচারক তাদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তারা হলেন-উপজেলার দরবস্ত ইউনিয়নের দূর্গাপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে এটিএম ছামসুজ্জামান (৪৭), আলতাব হোসেনের ছেলে মোস্তফা আহম্মেদ দীপু (৪০),শাহারুল ইসলামের ছেলে মুহিত (২০) ও নূরুন্নবীর ছেলে শফিকুল ইসলাম (৩৫) ও আয়তাল হোসেনের ছেলে নজরুল ইসলাম (৪৮)।
পুলিশ জানায়, উপজেলার দরবস্ত ইউনিয়নের দূর্গাপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে শামিম ইসলামের বিরুদ্ধে এনআই এ্যাক্টের মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা আছে। গত রবিবার রাত সাড়ে ৯ টার দিকে শামিমের অবস্থান জেনে নিজবাড়ীতে তাকে গ্রেপ্তার করতে যান এসআই অনিমেষ চন্দ্র ও এএসআই মাহাবুর এবং রুবেল।
পুলিশের দল শামিমকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসার সময় পথিমধ্যে কালিতলা এলাকায় পৌঁছিলে তার সহযোগিরা পথরোধ করে। এ সময় তারা হামলা চালিয়ে ওই দুই পুলিশকে মারপিট করে আসামি ছিনিয়ে নিতে চেষ্টা করে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, রাত সাড়ে ১০ টার দিকে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করা হয়।