পাবনায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত
প্রকাশিত: ৪ ফেব্রুয়ারী ২০২৩, ০৮:১৬ এএম

ছবিঃ একাত্তর পোস্ট
পাবনার ঈশ্বরদীতে বিশ্বের পাঁচ দেশের বিশিষ্ট কারিদের অংশগ্রহণে পাবনার ঈশ্বরদীতে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ ফেব্রুয়ারী) বিকেলে ঈশ্বরদী উপজেলা সদরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থার (ইকরা) উদ্যোগে ও সচেতন ব্যবসায়ী সমাজের সহযোগিতায় এ সম্মেলনের আয়োজন করা হয়।
রাত ৮টায় শুরু হওয়া এ সম্মেলন চলে রাত ১১টা পর্যন্ত। ইক্বরার সদস্য শীর্ষস্থানীয় ক্বারীরা সম্মেলনে কোরআন তেলাওয়াতের মাধ্যমে উপস্থিত সবাইকে মুগ্ধ করেন।
জামেয়া ইছহাকিয়া মাদরাসার পরিচালক মুফতি আব্দুল হান্নানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস।
ক্বিরাত সম্মেলন পরিচালনা করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কাউসার হোসাইন ও রাজশাহী আইডিয়াল কলেজের অধ্যাপক ড. গোলাম মোর্শেদ।
সম্মেলনে পবিত্র কোরআন তেলাওয়াত পাঠ করেন, বাংলাদেশের প্রধান ক্বারী শাইখ আহমাদ বিন ইউসুফ আল-আজহারী, মিশরের ক্বারী মাহমুদ কামাল নাজ্জার, ইরানের ক্বারী আহমাদ আবুল কাসেমী, পাকিস্তানের ক্বারী আনোয়ারুল হাসান এবং ফিলিপাইনের ক্বারী নো’মান পিমবায়াবায়া।
সম্মেলনে বক্তব্য রাখেন, স্বর্ণ পদকপ্রাপ্ত ক্বারী মুহাম্মদ মনোয়ার হুসাইন, কোবা মসজিদের ইমাম হোসাইন আহমেদ, কারি উমাই নূর আল-ফারুকি প্রমুখ।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে নুরুজ্জামান বিশ্বাস এমপি বলেন, বিশ্বের সকল তরুণ ও যুব সম্প্রদায় বিশেষ করে বাংলাদেশের তরুণ যুবকদের মধ্যে পবিত্র কোরআনের তেলাওয়াতকে জনপ্রিয় করে তোলা, কোরআন ভিত্তিক জীবন গঠনে আগ্রহ সৃষ্টি এবং এর প্রচার-প্রসারে আজকের আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ক্বিরাত সম্মেলনে বিশ্বের বিখ্যাত ক্বারীরা অংশগ্রহণ করে এই সুমহান ও পবিত্র উদ্যোগকে সাফল্যমন্ডিত করে তুলেছেন।
এ সম্মেলনের আয়োজক আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের প্রতি ধন্যবাদ জানিয়ে তিনি আরো বলেন, এ রকম আয়োজনের জন্য বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত কোরআন তেলাওয়াত, তাফসির ও হিফজ প্রতিযোগিতায় বাংলাদেশের শিশু কিশোররা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানসহ সকল মর্যাদার আসন জয় করছে। তারা বাংলাদেশকে বিশ্ব দরবারে গৌরবোজ্জ্বল করছে। আমি সেসব বিজয়ী সন্তান ও তাদের শিক্ষক-অভিভাবকদের অভিনন্দন জানাচ্ছি।
আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন আয়োজক কমিটির সদস্য তুষার একাত্তর পোস্ট কে বলেন, সচেতন ব্যবসায়ী সমাজের সার্বিক তত্ত্বাবধানে এই প্রথম পাবনার ঈশ্বরদীতে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কোরআনের প্রতি মানুষকে উদ্ধুদ্ধ এবং যারা কোরআনের হাফেজ তাদের অনুপ্রাণিত করতে এ আয়োজন।