পাবনায় হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

শেখ সাখাওয়াত হোসেন, পাবনা

প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০২৩, ০১:০১ পিএম


পাবনায় হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

ছবিঃ একাত্তর পোস্ট

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনায় মাহাতাব উদ্দিন হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় এই মামলার অপর ৯ আসামিকে খালাস দিয়েছেন বিচারক। সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে পাবনার বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আহসান তারেক এ আদেশ দেন।  

সাজাপ্রাপ্তরা হলেন- পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের দিঘী গোহাইল বাড়ি গ্রামের মন্টু প্রামাণিক, নওজেস প্রামাণিক ও সাহেব মোল্লা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, দিঘী গোহাইলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে মাহাতাব গংদের সঙ্গে আসামিদের বিরোধ চলছিল। বিরোধ মিমাংসার জন্য ২০০৮ সালের ১৬ মার্চ সকালে তৎকালীন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওই স্কুলে যান। সেখানে কথা কাটাকাটি থেকে সংঘর্ষে জড়ায় মাহাতাব গং ও আসামি পক্ষের লোকজন।

সংঘর্ষে গুরুতর আহত হন মাহাতাব। পরে তাকে ২৫০ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় নিহতের ভাতিজা আবু বক্কর সিদ্দিকী বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে এবং ১৫ থেকে ২০ জন নাম না জানা ব্যক্তিকে আসামি করে থানায় মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে আজ বিচারক রায় ঘোষণা করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন বিশেষ পাবলিক প্রসিকিউটর দেওয়ান মজনুল হক। আসামিদের পক্ষে শুনানি করেন সনৎ কুমার সরকার।

রাষ্ট্রপক্ষের আইনজীবী দেওয়ান মজনুল হক বলেন, এটা একটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। সাক্ষ্য ও তদন্তে অভিযোগ প্রামাণিত হওয়ায় বিচারক তিনজনকে যাবজ্জীবন দিয়েছেন। আমরা এই রায়ে সন্তুষ্ট।

আসামি পক্ষের আইনজীবী সনৎ কুমার বলেন, আমার মক্কেলরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন। আমরা উচ্চ আদালতে আপিল করবো।

Link copied